Hello!Today we are going to know about GraphicsDesign:
🌠 ১১ ধরনের গ্রাফিক ডিজাইন।
আমরা গ্রাফিক ডিজাইন শিখে আয় করতে চাই। আয় করতে হলে আপনাকে সেই বিষয়ে অনেক ভালভাবে জানতে হবে। যদি সে বিষয়ের প্রত্যেকটি টার্মস আপনি ভালভাবে জানতে পারেন তবে সেই বিষয়ে অভিজ্ঞ হতে আপনার বেশি দিন লাগবে না। আসুন জেনে নেই গ্রাফিক ডিজাইন এর ১১ ধরনের কাজ। যে ধরনের কাজগুলো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে শিখতে হবে।
💠 ১. কর্পোরেট ডিজাইন
উধাহরনঃ লোগো।
💠 ২. পাবলিশিং
উদাহরনঃ ম্যাগাজিন।
💠 ৩. এনভায়রনমেন্ট ডিজাইন
উদাহরনঃ আর্কিটেকচার।
💠৪. এডভারটাইজিং
উদাহরনঃ বিজ্ঞাপনধর্মী ছবি।
💠 ৫. প্রোডাক্ট ডিজাইন
উদাহরনঃ স্টিকার, মোবাইলের আকর্ষণীয় বক্স।
💠 ৬. ওয়েব ডিজাইন
উদাহরনঃ ওয়েব পেজের ইন্টারফেস বা ইউআই।
💠 ৭. ভিডিও গেম আর্ট
উদাহরনঃ ভিডিও গেমের প্রত্যেকটা ক্যারেকটারকে কিন্তু ডিজাইন করতে হয়।
💠 ৮. সাইনেজ ডিজাইন
উদাহরনঃ বিলবোর্ড, স্ট্রিট সাইন।
💠৯. কমিউনিকেশন ডিজাইন
উদাহরনঃ প্রেজেন্টেশন, এনিমেশন।
এরকম আরো তথ্যপূর্ণ পোস্ট পেতে অরবিট আইটি এর সাথেই থাকুন।
একটু বিনোদনঃ
প্রাইভেট টিচার বার বার মেয়েটার হাত ধরছিলো।
মেয়েটা বিরক্ত হয়ে স্যার কে বললো আপনি বার বার আমার হাত কেনো ধরছেন?
টিচার বললো পাঁচ বার আমি তোমার হাত ধরেছি। তারমানে তুমিও পাঁচ বার আমার হাত ধরেছো।
৫+৫=কতো হয়? উত্তরঃ ১০।
টিচার এটাকে যোগ বলে।
পাঁচ বার তুমি হাত ছাড়িয়ে নিয়েছো
১০-৫=কতো হয়? উত্তরঃ ৫।
টিচারঃ এটাকে বিয়োগ বলে।
পাঁচ বার তুমি বিরক্ত হয়েছো।
৫×৫= কতো হয়? উত্তরঃ ২৫।
টিচারঃ এটাকে গুন বলে।
এতক্ষন দরজার ওপাশ থেকে মেয়েটির বাবা সব শুনে ভিতরে এসে এক লাথি মেরে টিচার কে ফেলে দিয়ে বললো এটাকে ÷(ভাগ) বলে😹😹😹


0 Comments